× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কংগ্রেসে পরিবর্তন জরুরি: সোনিয়া

১৪ মে ২০২২, ০০:০৪ এএম

দলে পরিবর্তন আনা এখন সময়ের দাবি বলে মনে করন ভারতীয় জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

রাজস্থানের উদয়পুরে কংগ্রেস দলের মন্থন অধিবেশন, ‘নব সংকল্প শিবির’ উদ্বোধন শেষে ওই মন্তব্য করেন তিনি। এ সময় সারা দেশ থেকে আসা প্রায় ৪০০ দলীয় নেতা উপস্থিত ছিলেন।

সোনিয়া গান্ধী বলেন, ‘কংগ্রেস সংগঠনে প্রয়োজনে পরিবর্তন দরকার। এই শিবির জাতীয় ইস্যুতে চিন্তনের পাশাপাশি সংগঠনে অর্থপূর্ণ আত্মচিন্তা সম্পর্কে। আমাদের কাজের ধরন পরিবর্তন করতে হবে।’

বক্তব্যের শুরুতেই কংগ্রেস সভানেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তীব্র কটাক্ষ করেন। বলেন, ‘এটা বেদনাদায়কভাবে পরিষ্কার যে তার ‘‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন’’ নীতির অর্থ দেশকে মেরুকরণের স্থায়ী অবস্থায় রাখা, সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংসতা এবং রাজনৈতিক বিরোধীদের হুমকি দেয়া।’

তিনি বলেন, ‘আমাদের বাগ্মী প্রধানমন্ত্রী নীরব থাকেন, যখন তার নিরাময়ের স্পর্শ সবচেয়ে বেশি প্রয়োজন হয়।’

কংগ্রেস সভানেত্রী বলেন, ‘আমি শিবিরে প্রকাশ্যে মতামত প্রকাশ করার জন্য পার্টিম্যানদের আহ্বান জানাই, তবেই শক্তিশালী দল এবং ঐক্যের একটি বার্তা দেশের মানুষের কাছে পৌঁছাবে।’

২০২৪ সালের সংসদীয় নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ করতে উদয়পুরে কংগ্রেসের তিন দিনের নব সংকল্প শিবির শুরু হয়েছে। শিবির শুরু হওয়ার আগে কংগ্রেস নেতৃত্ব ঘোষণা করেছে, শিগগিরিই সংগঠনে বড় পরিবর্তন হবে।

এর মধ্যে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ওয়ার্কিং কমিটি থেকে সেব স্তরে ৫০ বছরের কম বয়সীদের জন্য ৫০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কংগ্রেস।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.