× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়ার শর্ত মেনে নিলো আরো ১০ ইউরোপীয় কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২২, ২৩:০৯ পিএম

প্রতীকী ছবি

ইউরোপের আরো ১০টি কোম্পানি গ্যাসের মূল্য পরিশোধে রাশিয়ার শর্ত মেনে নিয়েছে। কোম্পানিগুলো শর্ত মেনে রাশিয়ার মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করার জন্য দেশটির রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি কোম্পানি গাজপ্রমে হিসাব খুলেছে। 

আজ শনিবার (১৪ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ইউরোপের অন্তত ২০টি কোম্পানি গাজপ্রমে হিসাব খুলল।

উল্লেখ্য, মার্চের শেষদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, মস্কোর বন্ধু নয়, এমন দেশগুলোকে রাশিয়ার গ্যাস আমদানি করতে হলে রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে। পুতিনের শর্ত মেনেই এরপর থেকে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপের এক ডজনের বেশি কোম্পানি গাজপ্রমে হিসাব খুলেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে ইউরোপের ২০টি কোম্পানি গাজপ্রমে হিসাব খুলেছে। হিসাব খোলার জন্য প্রয়োজনীয় নথিপত্র গোছানোর কাজ করছে আরো ১৪টি কোম্পানি।

রুবলে মূল্য পরিশোধের জন্য গত ১ এপ্রিল পর্যন্ত পুতিন সময়সীমা বেঁধে দেওয়ার পর কিভাবে রাশিয়ার গ্যাসের মূল্য পরিশোধ করবে, তা নিয়ে হিমশিম খাচ্ছিল ইউরোপের কোম্পানিগুলো। এদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে এসব কোম্পানি পড়েছিল উভয়সংকটে।

রাশিয়ার গ্যাস আমদানি করতে পুতিনের দেওয়া সেই নির্দেশের কারণে ক্রেতা কোম্পানিগুলোকে দুটি হিসাব খুলতে হচ্ছে। একটি বিদেশি মুদ্রায় ও অপর হিসাব রুবলে। পোল্যান্ড ও বুলগেরিয়া মস্কোর এ শর্ত মানতে অস্বীকৃতি জানায়। এজন্য এপ্রিলের শেষদিকে দেশ দুটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

এপ্রিলে রাশিয়া থেকে ইউরোপের যেসব কোম্পানি গ্যাস আমদানি করেছে, চলতি মাসের শেষ দিকে তার মূল্য পরিশোধ করতে হবে তাদের। এদিকে ইইউ উদ্বেগ জানিয়ে বলেছে, রাশিয়ার দেওয়া শর্ত মেনে নতুন পদ্ধতির মাধ্যমে গ্যাসের মূল্য পরিশোধের মাধ্যমে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে।

গাজপ্রমের সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এই পদ্ধতির মাধ্যমে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর ইইউয়ের দেওয়া নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না। কারণ, শর্ত অনুযায়ী ক্রেতা কোম্পানিগুলো গাজপ্রম ব্যাংকে বৈদেশিক মুদ্রা দিলেই লেনদেন কার্যকরভাবে সম্পন্ন হবে। পরবর্তী ধাপে রুবলে রূপান্তর প্রক্রিয়াটি হবে স্বয়ংক্রিয়ভাবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.