× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কলম্বিয়ায় নির্বাচন: প্রথম রাউন্ডে এগিয়ে সাবেক গেরিলা

৩০ মে ২০২২, ০২:৩৭ এএম

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের ফলে শীর্ষস্থানে আছেন বামপন্থি সাবেক বিদ্রোহী যোদ্ধা গুস্তাভো পেত্রো।

আগামী ১৯ জুন অনুষ্ঠেয় ভোটের দ্বিতীয় রাউন্ডে রিয়েল এস্টেট ধনকুবের রোদোলফো হার্নান্দেজের মুখোমুখি হবেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ‘এম-১৯’ নামের গেরিলা সংগঠনের সদস্য ছিলেন ৬২ বছর বয়সী পেত্রো। স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত ভোটে গণনা হওয়া ৯৯.৯ শতাংশের মধ্যে তিনি পেয়েছেন ৪০.৩ শতাংশ। পেত্রোর প্রতিদ্বন্দ্বী রোদোলফো পেয়েছেন ২৮.১ শতাংশ ভোট।

অবশ্য প্রথম রাউন্ডের আগে জরিপগুলোতে বলা হয়েছিল, পেত্রোর চেয়ে সামান্য ব্যবধানে পিছিয়ে থাকবেন রোদোলফো। যদিও ফলে ব্যবধানটা চোখে পড়ার মতো।

এদিকে রোদোলফোকে সমর্থন জানিয়েছেন প্রথম রাউন্ডের ফলে তৃতীয় স্থানে থাকা ফেদেরিকো গুতিয়েরেজ।

কলম্বিয়ার রাজধানী বোগোতার সাবেক মেয়র পেত্রো জনমত জরিপগুলোতে ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন। পেনশন সুবিধা ফিরিয়ে আনা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে শিক্ষার সুযোগসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি।

প্রথম রাউন্ডের ফল প্রকাশের পর বোগোতার প্রাণকেন্দ্রে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে পেত্রো বলেন, ‘এ সময়ে এসে পরিবর্তনের বিষয়ে আর সন্দেহ নেই।’

জয়ী হলে কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে ২০১৬ সালে তৎকালীন সরকারের করা চুক্তির পূর্ণ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন পেত্রো। সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী ইএলএনের সঙ্গে শান্তি আলোচনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.