শীতকাল আসন্ন, ত্বকের শুষ্ক ও রুক্ষতার সঙ্গে যুদ্ধ করার সময়! ত্বকের ফেটে যাওয়া রোধ করতে এই সময় নিয়মতি ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। পাশাপাশি পেট্রোলিয়াম জেলিকেও রাখতে পারেন দৈনন্দিন রূপরুটিনের অংশ করে।
ত্বককে সুন্দর এবং হাইড্রেটেড রাখে সহজলভ্য এই উপাদানটি। জেনে নিন শুষ্ক ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের সহজ তিনটি উপায় সম্পর্কে।
ত্বক ময়েশ্চারাইজ করার জন্য
ত্বক পরিষ্কার করার পরে অল্প পরিমাণে পেট্রোলিয়াম জেলি আঙুলে নিয়ে ত্বকে আলতো করে লাগান। এটি একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে ত্বকে যা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে ত্বক থাকে নরম ও কোমল।
ফাটা ঠোঁটের যত্নে
ফাটা ঠোঁটের ঝটপট সমাধান দিতে পারে উপকারী পেট্রোলিয়াম জেলি। এক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করুন ত্বকে। ঠোঁটের শুষ্কতা দূর হবে।
হাত ও পায়ের যত্নে
শীতে হাত ও পায়ের ত্বকও হয়ে পড়ে রুক্ষ। রাতে ঘুমানোর আগে হাত এবং পায়ে পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করুন। পায়ে মোজা পরে নিতে পারেন। পেট্রোলিয়াম জেলির সঙ্গে সামান্য গ্লিসারিন মিশিয়ে ম্যাসাজ করুন গোড়ালিতে। ফাটবে না গোড়ালি।