শীত এলেই ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায় নাক। তাছাড়া এই ধুলো-বালির শহরে প্রায়শই নাক বন্ধ হয়ে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। অনেকেই রাতে ঘুমোতে গিয়ে সারারাত এপাশ ওপাশ করেন। বন্ধ নাক খুলতে 'চিচিং ফাঁক' এর মত মন্ত্রও জপতে হবে না। ঘরোয়া উপায়ে বেশকিছু পানীয় তৈরি করেই এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
কোন
কোন পানীয় শীতকালে আপনাকে সুস্থ-সবল রাখবে, রইল তালিকা
শীতকালে
নিয়মিত আমলকি বা আমলকির রস
খেতে পারলে অনেক উপকার পাবেন আপনি। এর সঙ্গে মিশিয়ে
নিতে পারেন সামান্য পাতিলেবুর রস। আমলকির রস খেলে দূর
হবে কাশির সমস্যা। গলা ব্যথা, সর্দিতেও আরাম দেবে এই পানীয়। কাঁচা
আমলকি চিবিয়ে খেলেও উপকার অনেক।
আদা
এবং পাতিলেবুর রস মিশিয়ে তৈরি
করে নিন চা। এই চা শীতের
দিনে পান করলে গলা ব্যথায় আরাম পাবেন। সর্দি, কাশি কিংবা জ্বর হলেও খেতে পারেন লেবু এবং আদার রস মেশানো চা।
কাশির সমস্যা কমাবে আদার রস।
শীতের
সময়ে প্রতিদিন গরম দুধে হলুদ মিশিয়ে পান করুন। এই পানীয়ের রয়েছে
অনেক গুণ। বিভিন্ন ভাবে ভালো রাখবে আপনার শরীর। গরম দুধে হলুদের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য গোলমরিচ এবং মধু। এই পানীয় শীতে
শরীর গরম রাখবে।
অ্যাপেল
সিডার ভিনিগারও ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক হিসেবে শীতকালে পান করতে পারেন আপনি। এর সঙ্গে মিশিয়ে
নিন লবঙ্গ। অ্যাপেল সিডার ভিনিগার খাইখাই ভাব কমায় এবং মেটাবলিজম রেট বাড়ায়। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে।
শীতকালের
মূল সমস্যা হলো সর্দি-কাশি। এক্ষেত্রে অব্যর্থ ওষুধ তুলসি পাতা। চায়ের মধ্যে মিশিয়ে নিতে পারেন তুলসি পাতার রস। তুলসি পাতার রস কাশির সমস্যা
যেমন কমাতে সাহায্য করে তেমনই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।