× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাড়ির ভ্যাপসা গন্ধ দূর করার সহজ কয়েকটি উপায়

ডেস্ক রিপোর্ট।

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৪ পিএম

ছবি: সংগৃহীত।

গাড়িতে উঠলে অনেকের গাড়ির ভ্যাপসা বা জ্বালানির গন্ধে অস্বস্তি হয়। গাড়ি অপরিষ্কার থাকার কারণেও তৈরি হতে পারে বিশ্রী গন্ধ। যাদের ‘মোশন সিকনেস’ আছে, তাদের জন্য এই গন্ধ আরো অসহ্য হয়ে ওঠে। সাধারণত গাড়ির ভেতর কৃত্রিম সুগন্ধি ব্যবহার করা হয়, তবে তাতে থাকা ফ্যালেট ও ক্ষতিকর যৌগ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন।

তাই তিনি কৃত্রিম সুগন্ধি এড়িয়ে প্রাকৃতিক উপায় বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। চলুন, জেনে নিই প্রাকৃতিক উপায়ে গাড়ির বাজে গন্ধ দূর করার কয়েকটি উপায়।

বেকিং সোডা:

বেকিং সোডা গন্ধ শোষণ করতে অত্যন্ত কার্যকর। এটি আর্দ্রতাও কমায়।

গাড়ির সিট বা মেঝেতে অল্প পরিমাণে ছড়িয়ে রাখতে পারেন, অথবা ছোট বাটিতে গাড়ির মধ্যে রেখে দিলে ভ্যাপসা গন্ধ মিলিয়ে যাবে।

কর্পূর:

কর্পূর গাছের ছাল বা কাঠ থেকে তৈরি হয়। এর গন্ধ গাড়িতে সতেজতা আনবে। একটি বয়ামে কর্পূর ভরে সুতির কাপড় দিয়ে মুখ বেঁধে রাখুন, তারপর কয়েকটি ছিদ্র করে দিন।

এতে ধীরে ধীরে গন্ধ ছড়াবে। বমির সময় কর্পূরের গন্ধ শুঁকলেও আরাম পাওয়া যায়।

এসেনশিয়াল অয়েল:

ল্যাভেন্ডার বা রোজমেরির মতো পছন্দের এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা সি সল্টে মিশিয়ে কাচ বা প্লাস্টিকের শিশিতে ভরে নিন। তারপর মুখে পাতলা কাপড় বেঁধে গাড়িতে রাখুন। এতে কৃত্রিম গন্ধ নয়, বরং হালকা মিষ্টি সুবাসে ভরে উঠবে গাড়ি।

সূত্র : আনন্দবাজার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.