× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আগে দর্শনধারী, পরে গুণবিচারী’

ডেস্ক রিপোর্ট

২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২ পিএম

ছবি: সংগৃহীত।

চাকরির অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউতে নিজের যোগ্যতা, বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও নিজেকে উপস্থাপনের দক্ষতা যাচাই করা হয়। ইন্টারভিউ অনেকের জন্যই একট ভীতিকর ব্যাপার। বিশেষ করে প্রথমবারের মতো ইন্টারভিউ বোর্ড ফেইস করতে যাওয়ার মতো নার্ভাস ব্যাপার কমই আছে। তার ওপর ‘আগে দর্শনধারী, পরে গুণবিচারী’ কথাটা এক্ষেত্রে বেশ ভালোভাবেই প্রযোজ্য। তাই ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট সিলেবাসের সম্পূর্ণ প্রস্তুতি যেমন জরুরি, তেমনি খুব জরুরি পোশাক নির্বাচনও। কিন্তু অল্প সময়ে কীভাবে নিজেকে প্রদর্শন করবেন তা আপনার ওপরই নির্ভর করে।

কেমন পোশাক পরবেন

ছেলেদের জন্য ইন্টারভিউ এর পোশাক নির্বাচন করা খুব সহজ। সাদা রঙ এর ফর্মাল শার্ট, কালো প্যান্ট -আর বড় জোর চুল আঁচড়িয়ে নেওয়া। কিন্তু আমাদের দেশে মেয়েদের যেহেতু ফর্মাল ওয়্যারের ব্যাপারে কোন কোড নেই, সালোয়ার কামিজ-ও হতে পারে ফর্মাল, শাড়িও হতে পারে, সেখানে কোন পোশাকটি, কোন রঙ টি এসব টুকিটাকি সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়াটা জরুরী।

মেয়েরা শাড়ি সঙ্গে ম্যাচ করে ফুল স্লিভের ব্লাউজ পরা উত্তম।সালোয়ার কামিজ পরলে সুতি বা মিক্সড ম্যাটেরিয়ালের পরুন। খেয়াল রাখুন পাথর, চুমকি, পুতির কাজ, ভারী কারুকাজের জামা যেন না হয়। ওড়নাটা পিন আপ করে নেওয়া ভালো।

কী কী পোশাক পরবেন না

ভাইভাতে জিন্স, টি-সার্ট, ফতুয়া এবং অতিরিক্ত ঝাঁকজমক পূর্ণ পোশাক এড়িয়ে চলতে হবে।

কী কী রঙের পোশাক পরবেন

চাকরির ইন্টারভিউতে সাদা, গাঢ় ধূসর, গাঢ় নীল, কালো বা বাদামী রঙের পোশাক পরে যাওয়া ভালো। এ ক্ষেত্রে আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই এমন পোশাক পরাটাই সবচেয়ে ভালো।

কেমন হবে জুতা

ছেলেরা কালো জুতা পছন্দ করতে পারেন। জুতার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন যাতে এটা বেশি স্টাইলিশ না হয়। অবশ্যই রাবার সোল্ড হতে হবে। কারণ রাবার সোল্ডের হলে হাঁটার সময় শব্দ হয় না। আর অবশ্যই কালো মোজা পছন্দ করবেন। আর মেয়েরা শাড়ি সঙ্গে মানানসই জুতা পছন্দ করবেন। তবে অনেক হাই হিলের জুতা না পরাই ভালো।

যে রঙের পোশাক পরবেন না

চাকরির ইন্টারভিউতে খুব বেশি উজ্জ্বল যেমন- লাল, কমলা, ম্যাজেন্টা রঙের পোশাক না পরাই উত্তম।

সাজগোজ

সাজগোজের ক্ষেত্রে ছেলেদের জন্য চুল ছোট এবং পরিপাটির বিষয়টি খেয়াল রাখতে হবে। হাতে বা কানে কোনো রকমের অর্নামেন্টস পরা যাবে না। বাম হাতে একটি ঘড়ি পরুন।

অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত মেক আপ না নেওয়াই উত্তম। চাকরির ইন্টারভিউতে যতটা সম্ভব সজীব, পরিচ্ছন্ন ও স্বাভাবিক থাকার চেষ্টা করুন। ন্যাচারালভাবে নিজেকে সাজিয়ে তুলুন। ফেইস পাউডার, চিকন করে কাজল। চাইলে একদম ন্যাচারাল ব্রাউন ম্যাট কালারের শ্যাডো দিতে পারেন। লিপস্টিক পরলে সেটি হতে হবে ন্যাচারাল ব্রাউন, বা ন্যাচারল পিঙ্ক। চুলটা পরিপাটি করে বেঁধে যাওয়া ভালো। ফেইস কাটে ভালো লাগে এমনভাবে চুল বেঁধে নিন যাতে আপনাকে অগোছালো না মনে হয়। নখ অবশ্যই পরিপাটি করে কেটে যাবেন। হালকা গোলাপি নেইল পলিশ দিতে পারেন যদি চান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.