আমাদের শরীরের অন্যতম সংবেদনশীল অংশ হচ্ছে ঠোঁট। ফলে শরীরের অন্যান্য অংশের তুলনায় শীতে ঠোঁট ফাটে দ্রুত। পুরো মৌসুম জুড়েই তাই ঠোঁটের বাড়তি যত্ন প্রয়োজন। পর্যাপ্ত যত্ন নিলে শীতেও কোমল ও সুন্দর থাকবে ঠোঁট। জেনে নিন কীভাবে ঘরোয়া যত্ন নেবেন।
-ঠোঁটের যত্নে অনেকেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন। এর কার্যকারিতা বাড়াতে পেট্রোলিয়াম জেলির সঙ্গে খানিকটা মধু মিশিয়ে নিন। তারপর তুলা দিয়ে ঠোঁটে বুলিয়ে নিন। কোমল থাকবে ঠোঁট।
-ঠোঁটের যত্নে তিলের তেল ব্যবহার করতে পারেন। এতে থাকা নানা স্বাস্থ্যকর উপাদান ভেতর থেকে যত্ন নেয় ঠোঁটের।
-রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল ম্যাসাজ করুন ঠোঁটে। মোটা দানার চিনির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন স্ক্রাবার হিসেবেও। আবার অ্যালোভেরা জেলের সঙ্গে এই তেল মেশালেও তৈরি হয় চমৎকার প্যাক।
-চালের গুঁড়ার সঙ্গে অল্প পানি মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট মিশ্রণ ঠোঁটে লাগিয়ে রাখুন। এতে ঠোঁটের মরা চামড়া উঠে আসবে সহজেই। ফলে ঠোঁট থাকবে নরম ও কোমল।
-শীতে ঠোঁটের উপরে মরা চামড়া জমে বেশি। এই চামড়া দূর করতে পারেন ব্রাউন সুগারের সাহায্যে। অলিভ অয়েল, মধু কিংবা অ্যালোভেরা জেলের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে ঠোঁটে ঘষে নিন।
-ক্যাস্টর অয়েল বা নারকেল তেল আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন ঠোঁটে। ঠোঁট নরম থাকবে।
-গ্লিসারিন ত্বকের যত্নে অনেকেই ব্যবহার করেন। গ্লিসারিন ঠোঁটেও ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। গ্লিসারিনের সঙ্গে অল্প অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। ময়েশ্চারাইজারের কাজ করবে।