× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতে চুল পড়া বন্ধে করণীয়

ডেস্ক রিপোর্ট

২৭ নভেম্বর ২০২৫, ১৩:৩৯ পিএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৫, ১৩:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

শীতে নারী-পুরুষ উভয়েরই বেশ চুল পড়ে। বেড়ে যায় স্ক্যাল্পের খুশকি সমস্যাও। চুল ও স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা দূর করতে সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। 

অ্যাভোকাডো ও মধুর মাস্ক 

অ্যাভোকাডো চামচ দিয়ে তুলে বেল্ডারে ব্লেন্ড করুন। এর সঙ্গে এক টেবিল চামচ মধু এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল নিন। উপাদানগুলো আবার একসাথে ব্লেন্ড করুন। এই মাস্কটি লাগিয়ে ৩০ মিনিট রেখে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক চুল ময়েশ্চারাইজ করবে এবং চুলের গোড়া মজবুত করবে। 

কলা, দুধ ও মধুর মাস্ক 

দুইটি টি পাকা কলা চটকে এর সঙ্গে দুই টেবিল চামচ মধু ও আধা কাপ দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। পরিষ্কার চুলে এটি লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলে পুষ্টি যোগায়। একইসঙ্গে চুল ঝরঝরে করে। 

আমন্ড তেল ও কলার মাস্ক

একটি বা দুটি পাকা কলা চটকে, এর সঙ্গে ৩-৪ ফোঁটা আমন্ড তেল মিশিয়ে নিন। চুলের গোড়া ও পুরো চুলে ভালোভাবে এটি লাগিয়ে নিন। ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। এ হেয়ার মাস্ক চুলকে ঝরঝরে, উজ্জ্বল ও নরম করবে। চুলকে ক্ষতি থেকে রক্ষা করবে। 

অ্যালোভেরা ও লেবুর মাস্ক

অ্যালোভেরা জেলের সঙ্গে পরিমাণমতো লেবুর রস ও ৩-৫ ফোঁটা অর্গানিক তেল মেশান। মিশ্রণটি পরিষ্কার চুল ও মাথার ত্বকে লাগান। এটি চুলকে সতেজ করবে, চুলের গোড়া মজবুত করবে। খুশকির সমস্যা কমাতেও ভূমিকা রাখবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.