× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘুরে আসুন মিরিঞ্জা ভ্যালি

ডেস্ক রিপোর্ট

২৭ নভেম্বর ২০২৫, ১৩:৫১ পিএম

ছবি: সংগৃহীত।

দেশের ভ্রমণ প্রেমীদের কাছে মনোরম প্রাকৃতিক আর জীব বৈচিত্র্যে ভরপুর ভ্রমণ ডেসটিনেশন মিরিঞ্জা ভ্যালি। লামা শহর থেকে মিরিঞ্জা ভ্যালীর দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। সাজেক, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনের অন্যান্য সব ট্র্যাভেল স্পটের পাশাপাশি মিরিঞ্জা ভ্যালি এখন বেশ জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। বান্দরবন শহর থেকে প্রায় ৮৬ কিলোমিটার ও চকরিয়া হতে মাত্র ২৭ কিলোমিটার দূরে লামা উপজেলায় অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি।

ঢাকার আরামবাগ বাস স্টপেজ থেকে কক্সবাজার যাওয়ার যেকোনো বাসেই যেতে পারবেন মিরিঞ্জা ভ্যালি। আগে থেকেই বাসে বলে রাখবেন চকোরিয়ায় নামিয়ে দেওয়া জন্য। রাতের বাসে রওনা দিলে খুব ভোরেই পৌঁছে যাবেন চকোরিয়া। সেখানে থাকা হোটেলগুলোতে বসে নাস্তা সেরে নিতে পারেন। এর মাঝেই ফুটতে শুরু করবে দিনের আলো। এখান থেকে যেতে হবে মিরিঞ্জা বাজার। তাই ঠিক করতে হবে চান্দের গাড়ি। বাস বা সিএনজিতেও সেখানে যেতে পারবেন। তবে চান্দের গাড়িতে গেলেই পাহাড়ি রাস্তার আসল রূপ উপভোগ করা যায়। চান্দের গাড়িতে আপনার ভাড়া গুনতে হবে ৮০০ থেকে হাজার টাকা। অল্প মানুষ থাকলেও সমস্যা নেই। শেয়ারে যেতে পারবেন। ইয়াংছা বাজারে পৌঁছে সবাইকে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে পাহাড়ে ঢুকতে পারবেন। সকল ফর্মালিটি শেষে করলে যেতে পারবেন আপনার গন্তব্যে।

যতো উপরের দিকে উঠবেন, মেঘ যেন আপনার ততো কাছে চলে আসবে। ঘাণ্টাখানিকের মধ্যে পৌঁছে যাবেন মিরিঞ্জা বাজার। তবে রিসোর্টগুলোতে যেতে আপনাকে অনেকটা পথ হাঁটতে হবে। হাঁটা পথে দারুণ ভিউ দেখলে আপনার সব কষ্ট নিমেষেই দূর হয়ে যাবে। যাওয়ার রাস্তায় পেয়ে যাবেন পাহাড়ি কলা। এগুলো আপনাকে বাড়তি এনার্জি দেবে। থাকার জন্য এখানে বেশকিছু কটেজ রয়েছে। আপনার ইচ্ছেমত বুক করতে পারবেন। তবে আগে থেকে বুক করে এখানে আসা ভালো। তা না হলে আপনাকে বিপদে পড়তে হবে।

এখানে লামা হিল স্টেশন এন্ড বেস ক্যাম্প রয়েছে। এই রিসোর্টটি অনেক বড়। এদের তিনটি কটেজ করেছে, যা খুব সহজেই ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। দুটি পড হাউস এবং জুম ঘর রয়েছে তিনটি। তারা পুরো রিসোর্টটি সুন্দর করে সাজিয়ে রেখেছে। জুম ঘরের বারান্দায় গিয়ে বসলে মনে হবে মেঘের বিছানায় আপনি বসে আছেন। আর ভেলায় দুলছেন। এখানে এলে আলাদা ভাবে কিছু দেখতে যেতে হবে না। হাতে সময় থাকলে প্রকৃতির সঙ্গে কাটিয়ে যেতে পারেন।

এখানে আরেকটি জনপ্রিয় ট্রাভেল স্পট মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। এটি বেশি দূরে নয়। আপনি চাইলে এখানেও থাকতে পারেন। তবে এই স্পটটিতে পর্যটকদের আনাগোনা একটু বেশি।

ঢাকা থেকে বাস বা ট্রেনে করে আসতে পারবেন এই মিরিঞ্জা ভ্যালি। বাসের কথা তো আগেই জেনেছেন। আর ট্রেনে আসতে চাইলে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাতে সাড়ে ১১টায় ট্রেন রয়েছে। চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছবেন সকাল ৬ টার আগেই। তারপর অটো বা সিএনজি করে নতুন ব্রিজ আসতে হবে। এখান থেকে বাসে করে চকরিয়া। বাস স্ট্যান্ড থেকে চান্দের গাড়ীতে করে মুরুম পাড়া আসতে হবে। সেখান থেকে পাহাড়ে ২০ মিনিট ট্র্যাকিং করে যেতে হবে মিরিঞ্জা ভ্যালি।

মিরিঞ্জা ভ্যালিতে রাতে ক্যাম্পিং করে থাকতে পারেন। আবার জুম ঘরে থাকারও ব্যবস্থা আছে। দুপুরের খাবার, সন্ধ্যায় নাস্তা, রাতে বারবিকিউ, পরদিন সকালের নাস্তা, পানি, তাবুতে রাতে থাকা সব মিলিয়ে একটা প্যাকেজ নিতে পারেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.