× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বই হলো এক ধরণের লিখিত দলিল যা যুগের পর যুগ রয়েই যাবে- সিফাত নুসরাত

ডেস্ক রিপোর্ট

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিফাত নুসরাত একজন সফল ব্রাইডাল মডেল, ব্যবসায়ী এবং উদ্যোক্তা। এবার তিনি ধরা দিলেন লেখক হিসেবে। সিফাত নুসরাতের প্রথম থ্রিলার উপন্যাসরুহি' অমর একুশে বইমেলায় টাঙ্গন প্রকাশনীর নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এটি একটি ভৌতিক রহস্যময় গল্প যা তরুণ থ্রিলারপ্রেমীদের জন্য বেশ উপভোগ্য হয়ে উঠবে।

শত ব্যস্ততার মাঝেও বই লেখার জন্য উপযোগী সময় ছিলো রাতের আঁধার। সারাদিন শুটিং শেষে রাতে বই লিখতেন সিফাত নুসরাত। দু'বছর আগে বই লিখা শুরু করলেও কোন একভাবে বইটি হারিয়ে গিয়েছিলো। দু'বছর যেন টানটান উত্তেজনাময় সময় পার করে লেখা শেষ করে অবশেষে উপন্যাসের মুদ্রিত কপি হাতে পেয়ে হাফ ছাড়লেন তিনি।

বইটি লেখার মাঝপথে খেই হারিয়ে ফেলেছিলেন উল্লেখ করে সিফাত নুসরাত বলেন, গত দু বছর আগেই বইটি মেলায় আসার কথা ছিলো কিন্তু হঠাৎ করেই আমার গল্পটি হারিয়ে ফেলায় সময়মতো আর প্রকাশ করতে পারিনি। দু বছর আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিলো কারণ, অনেকের কাছ থেকেই 'আমার বই কই দেখি না কেন!' এসব শুনতে হতো। আমি আসলে কাজ দেখানোর জন্য করি না আমি কাজের জন্য কাজ করি।

ব্যক্তিগত জীবন কর্মজীবনে সমানতালে স্বামীর সহযোগিতা পেয়ে প্রথম বইয়ে স্বামীকে উৎসর্গ করেছেন তিনি। বই লেখার ইচ্ছে নিয়ে জানতে চাইলে সিফাত বলেন, আমার বাবা-মা, ভাই-বোন সবাইকে অনেক কাজ করতে দেখতাম তাই, ছোট থাকতে চাইতাম বড় হতে চাইনি। কিন্তু মজার ব্যাপার হলো আমার এখন অনেক কাজ করতে হয়।

এই ইন্টারনেটের যুগে বই লেখার সাহস কিভাবে করলেন, এমনটা জানতে চাইলে সিফাত বলেন,  -বুকের যুগে বই লিখার সাহস করেছি তার কারণ হলো, বই হলো এক ধরণের লিখিত দলিল যা যুগের পর যুগ রয়েই যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.