× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্র্যাবের নতুন সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বিকু

৩০ ডিসেম্বর ২০২১, ২৩:৪২ পিএম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২২ এর নির্বাচনে ১৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মির্জা মেহেদি তমাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ আকন পেয়েছেন ৭৭ ভোট। এ ছাড়া সহসভাপতি পদে ১০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন মুহ. জাহাঙ্গীর আলম। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান বিকু।

বৃহস্পতিবার সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরে ভোটগণনা শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সিনিয়র সাংবাদিক পারভেজ খান।

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে ইমরান হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র রাসেল জয়ী হয়েছেন। এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ইসমাইল হুসাইন ইমু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্রীড়া সম্পাদক এসএম মিন্টু হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময় (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।

ক্রাবের কার্যনির্বাহী কমিটি ২০২২ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৮৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ২৭০টি। আজকের নির্বাচনে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক পদের প্রত্যেকটিতে ৩ জন করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.