× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক কিরণ শেখের বাবার অষ্টম মৃত্যুবার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২৩, ০৭:৪৫ এএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক কিরণ শেখের বাবা মো. আনিছুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সিরাজগঞ্জ সদরের ৮নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন আনিছুর রহমান। তিনি একাধারে ছিলেন সমাজসেবক, বিরাট ব্যক্তিত্বরূপী এবং তার মধ্যে সমাজ সংস্কারকের শ্রেষ্ঠ মহৎ গুণাবলীর সমাবেশে ছিল অপূর্ব সামঞ্জস্য। আর তার সামগ্রিক জীবন পর্যালোচনা করলে নির্দ্বিধায় বলা যায় যে, তিনি সমাজের অবহেলিত, গরিব-দুঃখী, লাঞ্ছিত এবং অপমানিত মানুষদের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।

ওয়ার্ড কাউন্সিলর থাকাকালীন এবং মৃত্যুর আগ পর্যন্ত তার কাছ থেকে সাহায্য ও সহযোগিতা চেয়ে কোন মানুষ ফিরে যাননি। আর বিচারক হিসেবেও খুবই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি। গ্রাম্য সালিশে তিনি সব সময় ন্যায় ও সত্যের পক্ষে থাকতেন। এর বিনিময়ে পেয়েছেন সর্বস্তরের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান। 

২০১৫ সালে ৩ এপ্রিল মারা যান আনিছুর রহমান। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.