× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন ২০২৩, ১৭:৪০ পিএম

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ)’র নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। 

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দায়িত্ব হস্তান্তর, ফল উৎসব ও ভাওয়াইয়া-গম্ভীরা গানের আয়োজন করা হয়। 

সংগঠনের সাবেক সভাপতি মোদাব্বের হোসেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোকাররম হোসেন ও সাধারণ সম্পাদক মুফদি আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। 

এ সময় সংগঠনের উপদেষ্টাদের অন্যতম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম সাবু ও এম এ আজিজ দায়িত্ব হস্তান্তরকালে মঞ্চে উপবিষ্ট  ছিলেন। অনাড়ম্বর এ আয়োজন শেষে ফল উৎসবের উদ্বোধন করেন শফিকুল করিম সাবু। আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, সিনিয়র সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ ও সদস্যরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও নেতৃবৃন্দ যোগ দেন। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারি, বাসস-এর প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাস চন্দ্র বাদল, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আইয়ূব ভূইয়া, আশরাফ আলী, সদস্য ফরিদ হোসেন, সিনিয়র সাংবাদিক মোস্তাক মোবারকী, ভানু রঞ্জন চক্রবর্তী, আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম চৌধুরী, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান প্রমুখ। আয়োজনে ভাওয়াইয়া গান পরিবেশন করেন উত্তরাঞ্চলের খ্যাতিমান তরুন শিল্পী এ আর চৌধুরী পলাশসহ অন্য শিল্পীবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.