× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক-কার্টুনিস্ট এমএ কুদ্দুস আর নেই

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই ২০২৩, ১৫:২৯ পিএম

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি, কার্টুনিস্ট এমএ কুদ্দুস আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শাহীনবাগের বাসায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।

এম এ কুদ্দুসের ভাই ও সাংবাদিক শাহজাহান মোল্লা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করেন এম এ কুদ্দুস। সঙ্গে সঙ্গেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এম এ কুদ্দুস দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি জাতীয় দৈনিকে চাকরি করেছেন। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।

এম এ কুদ্দুসের মৃত্যুতে শোক জানিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।

পত্রিকায় কার্টুন এঁকে এম এ কুদ্দুস সুনাম কুড়িয়েছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া পড়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.