× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজিমপুরে চিরনিদ্রায় সাংবাদিক আমিনুর রহমান তাজ

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২৩, ২৩:৪৯ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিনিয়র সদস্য এবং ‘আজকের দৈনিক’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান তাজের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ডিআরইউতে জানাজা শেষে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে আমিনুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
আরও বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই মিরাজ, ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মধুসূদন মণ্ডল ও পারভেজ খান।
জানাজা শেষে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় ডিআরইউ সহ-সভাপতি দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, নারীবিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য ইসমাঈল হোসাইন রাসেল, কিরণ শেখ ও আলী ইব্রাহিম উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন ডিআরইউয়ের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুকুর আলী শুভ, কবির আহমেদ খান ও নূরুল ইসলাম হাসিব।
১৯৭৫ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেন আমিনুর রহমান তাজ। তার সাংবাদিকতার শুরু আজকের কাগজ দিয়ে। পরে দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানবকণ্ঠ, আজকালের খবর, দৈনিক বর্তমান, আমাদের সময়, আমাদের অর্থনীতি, যমুনা নিউজ, দৈনিক নতুন সংবাদে সুনামের সঙ্গে কাজ করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.