পটুয়াখালীর
কুয়াকাটায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম মিরন। আজ (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার
দিকে রাতে তার বাড়ির সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুষ্কৃতিকারীরা।
আহত
জহিরুল ইসলাম মিরন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের কুয়াকাটা
প্রতিনিধি। এছাড়াও তিনি কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহতের
মা জানান, চিৎকার শুনে আমরা বাসা থেকে বের হয়ে একজনকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখি। তুলে দেখি আমার ছেলে। এরপর হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলেকে যারা নৃশংসভাবে আঘাত করেছে তাদের বিচার চাই।
পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, তদন্ত চলছে এবং আশা করা যাচ্ছে দ্রুতই সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।
কুয়াকাটা
২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজ জানান, জহিরুলের আঘাত গুরুতর। তার বাম হাতের কনুইয়ের ওপরে এবং বাম হাতের কবজিতে বেশি আঘাত লেগেছে। এছাড়াও মাথা, দাঁড়ি ও মুখমণ্ডলে বেশ
কয়েকটি কোপ রয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম জানান, জহিরুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।