× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চ্যানেল ওয়ান সম্প্রচারে আইনি বাধা নেই- আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন।

চ্যানেল ওয়ানের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গতকাল (২৩ জানুয়ারি), দীর্ঘ ১৬ বছর পর আপিল দায়েরের অনুমতি পায় চ্যানেল ওয়ান, যেখানে চেম্বার বিচারপতির আদালত এই আদেশ দেন।

এদিন চ্যানেল ওয়ানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ এবং মোহাম্মদ মাসুম বিল্লাহ। চ্যানেল ওয়ান ১৬ বছর আগে ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যায় বন্ধ হয়ে যায়, যখন তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে জনপ্রিয় এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করতে। পরবর্তীতে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ হাইকোর্টে মামলা দায়ের করলেও তৎকালীন সরকারের অন্যায়ের কারণে মামলার আবেদন খারিজ হয়ে যায়।

চ্যানেল ওয়ান এর লিগ্যাল অফিসার মিজান-উল হক জানিয়েছেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও মামলা নিয়ে আদালতে গেলে চেম্বার বিচারপতি আপিল করার অনুমতি দেন। 

আদালতের এমন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বলেন, "অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আজ আদালত ন্যায়বিচার করেছেন।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.