× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২৫, ১৯:৩৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল'র (ডিজেসি) দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আজকের দৈনিকের ইকরামুল কবীর টিপু সভাপতি ও দৈনিক সংবাদ সারাবেলার মোস্তাফিজুর রহমান মোস্তাক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আজ (১৪ এপ্রিল) তোপখানা সেগুনবাগিচাস্থ নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন এফএনএস এর মোহাম্মদ শাজাহান স্বপন ও বাংলাদেশের আলো'র জাফরুল আলম। যুগ্ম সম্পাদক হিসেবে জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক দৈনিক সবুজ বাংলার এস এম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির আলী তালুকদার।

অন্যান্য পদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক জনতার মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক বাংলা বাজারের শহিদুল ইসলাম সাহেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সমকালের মো. জাহাঙ্গীর হোসেন বাবু, সমাজকল্যাণ সম্পাদক সংবাদ সংস্থা এফএনএস এর পিপুল নুর হোসেন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আনলিমিটেড নিউজের নুরে আলম জীবন, নারী বিষয়ক সম্পাদক বাংলা মেইলের দীপা ঘোষ রিতা, আপ্যায়ন সম্পাদক বৈখাখী টিভির ইমরান হাসান।

কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন গোলাম মুজতবা ধ্রুব, আতিকুল ইসলাম, শাহজাহান সাজু, আরমান হোসেন বাদল, শরিফুল হক পাভেল, সৈয়দ মাহবুবুর রহমান, নাজমুল সাগর, কাজী শফিউল ইসলাম (আল আমিন)।

নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ডিআরইউ'র সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা। এ সময় নির্দেশামূলক বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য খায়রুজ্জামান কামাল ও লায়ন মো. জাহাঙ্গীর আলম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.