× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ- তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

০২ মে ২০২৫, ২৩:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। শুক্রবার (২ মে) ফরাসি সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্’ (RSF) প্রকাশিত সূচকের বরাত দিয়ে তিনি এই অগ্রগতিকে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।

মাহফুজ আলম বলেন, বর্তমানে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠান সরকার প্রভাব মুক্ত ভাবে কাজ করছে। কোথাও সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ বা টেলিফোনে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে না। গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে এবং আরও কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অচিরেই নতুন সংস্কার কার্যক্রম শুরু হবে, যা আগামী বছর সূচকে বাংলাদেশের অবস্থান আরও উন্নত করবে এবং সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করবে।

উল্লেখ্য, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (৩ মে) উপলক্ষে প্রকাশিত ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। গত বছর (২০২৪) এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান এ বছর ১৫১তম, অর্থাৎ বাংলাদেশের দুই ধাপ নিচে।

‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্’-এর তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৩৩.৭১, যা গত বছর ছিল ২৭.৬৪। বিশ্লেষকদের মতে, এটি গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হলেও এখনো অনেক পথ বাকি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.