× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খরচ কমাতে চায় বিসিবি

০৩ জুন ২০২২, ০২:৫৯ এএম

বিমান ভাড়া, হোটেল ভাড়া থেকে শুরু করে বিশ্বজুড়ে সবকিছুর দাম যেভাব বেড়ে চলেছে, তাতে কুলিয়ে উঠতে পারছে না বিসিবিও। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাই সিদ্ধান্ত হয়েছে ব্যয় কাটছাঁট করার। এই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তা শুরু হয়ে যাচ্ছে, কমানো হচ্ছে সফরে সদস্য সংখ্যা।

এমনিতে বিসিবি যথেষ্টই স্বয়ংসম্পূর্ণ। আইসিসির কাছ থেকে পাওয়া রাজস্ব, নিজেদের সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে আয়, আরও নানা খাত থেকে মিলিয়ে আয় চোখধাঁধানো। তবে এখনকার বৈশ্বিক পরিস্থিতিতে ব্যয়ের হার গত কিছুদিনে যেভাবে বেড়ে চলেছে, তাতে বাধ্য হয়েই খরচের তালিকায় কাঁচি চালাতে হচ্ছে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

“আমরা দেখছি, খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না, অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরুপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার, সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার করে লাগছে। তো খরচ একটা বড় ইস্যু।”

“সেজন্য আমরা বলেছি এই খরচ কমিয়ে আনতে হবে। এতদিন আমরা যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে, কোভিড পরিস্থিতিতে সতর্কতাস্বরুপ অনেক বাড়তি খেলোয়াড়-স্টাফ পাঠিয়েছি। এখন আর সেই পরিস্থিতি নেই। এছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে, প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে হবে। এইওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু।”

নিজেদের অভ্যন্তরীণ ব্যয় না বাড়ানোর তাগিদও দেওয়া হয়েছে বলে জানালেন বিসিবি সভাপতি।

“এছাড়াও আমাদের সবাই এখন যার যার নিজের ডিপার্টমেন্টের নতুন বছরের বাজেট পেশ করবে। তাদেরকে বলা হয়েছে, এবার যেন আগের বাজেটের চেয়ে না বাড়ে। আমাদের নতুন নতুন অনেক কিছু করার কথা ছিল। সেগুলো আপাতত গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া ৩-৪ মাসের জন্য স্থগিত রাখা হচ্ছে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.