রাজধানীর গ্রিন রোডে একটি ১৪ তলা ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আব্দুল মোমিন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আর এস সেন্টার নামের ওই ভবনের পঞ্চম তলায় আগুন লাগার খবর পান তারা।
“আমাদের চারটি ইউনিট সেখানে গিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, ওই ভবনের নিচের অংশে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং উপরে আবাসিক ফ্ল্যাট রয়েছে। যেখানে আগুন লেগেছে, সেটা ছিল আসবাবপত্রের গুদাম।
এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতিরও বিষয়েও স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি ফায়ার সার্ভিস।