× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালো বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট ২০২২, ০৯:৫৩ এএম

শোকের মাসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-বিএনএসকে। শনিবার দুপুরে সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনুর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, যুগ্ম-সম্পাদক লতিফা আনসারী, সাংগঠনিক সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমা, প্রচার সম্পাদক মুশফিকা নাজনীন, দপ্তর সম্পাদক দিলরুবা খান, সাংস্কৃতিক সম্পাদক সেলিনা শিউলী, নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পারভীন এলিসসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু সাংবাদিকদের বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই আমাদের টুঙ্গিপাড়ায় আসা। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বাঙালির আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু দিয়ে আমরা এবার টুঙ্গিপাড়ায় এলাম, এতে মনটা আরও ভরে গেলো।' 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.