× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'মিডিয়া কাভারেজ' পেতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩ এএম । আপডেটঃ ০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৪ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে।

তিনি বলেন, 'পুলিশকে আক্রমণ করলে পুলিশ কি বসে থাকবে? পুলিশের তো আত্মরক্ষার অধিকার আছে।'

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি ২০১৩-১৪ সালের অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছে। মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য এবং আন্দোলন জমানোর জন্য নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। পুলিশ যাতে তাদের ওপর চড়াও হয়।

'পুলিশকে আক্রমণ করবেন পুলিশ কি নিজেকে রক্ষা করবে না? নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আওয়ামী লীগকে হারাতে পারবে না বলেই তারা এই অরাজকতা তৈরি করেছে,' তিনি যোগ করেন।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.