× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকারকে এক মাস সময় দিলেন নির্মলেন্দু গুণ

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২২, ০০:৪৬ এএম

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন কবি নির্মলেন্দু গুণ।  

একইসঙ্গে ২০১৬ সালে বাড়ি বানিয়ে এখন পর্যন্ত গ্যাস-সংযোগ পাননি বলেও জানিয়েছেন তিনি। আর এই গ্যাস সংযোগ না পাওয়ার কারণে তাকে খোলা বাজার থেকে চড়া মূল্যে তরল গ্যাস কিনতে হচ্ছে। 

গতকাল ফেসবুকে এসব লিখে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন নির্মলেন্দু গুণ।  

নির্মলেন্দু গুণ ফেসবুকে লিখেছেন- স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত সংযোগ দেয়া হোক। 

রেল এবং বিমানের টিকিটও তাঁদের জন্য সংরক্ষিত  থাকলে ভালো হয়। 

রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে। 

আপনারা কী বলেন?

আমি ঢাকার কামরাঙ্গীরচরে একটি ত্রিতল বাড়ি বানিয়েছি ২০১৬ সালে। 

বিদ্যুত-সংযোগ পেলেও আজ পর্যন্ত ( অক্টোবর ২০২২) আমি বারবার চেষ্টা করেও গ্যাস-সংযোগ পাইনি। 

ফলে খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। 

এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেয়ার কথা ভাবছি। 

সরকারকে এক মাস সময় দেয়া হলো। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.