× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢামেকে নবজাতক বিক্রি, হাতেনাতে ধরা জন্মদাতা

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২২, ১৬:৪৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সদ্য ভূমিষ্ঠ নিজ ছেলেসন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন আদর আলী নামে এক ব্যক্তি।

শনিবার দুপুর ১টার দিকে ঢামেক হাসপাতালের বাগান গেট দিয়ে নবজাতককে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে আনসার সদস্যরা।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) বলেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া এক ছেলেসন্তানকে তার বাবা (আদর আলী) আউটপাশ বা ছাড়পত্র ছাড়াত গেট দিয়ে বাইরে নিয়ে যাচ্ছিলেন। হাসপাতালের নিয়ম হচ্ছে কেউ বাইরে যাওয়ার সময় হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে, সেটি আমাদের কাছে জমা দেওয়ার পর নতুন বাচ্চা নিয়ে বাইরে যেতে পারবে। কিন্তু তিনি আমাদের সেটি দেখাতে পারেননি। এসময় তাকে চ্যালেঞ্জ করলে তিনি বাচ্চাকে অন্যত্র এক লাখ টাকায় বিক্রির কথা স্বীকার করেন। পরে আমরা তাকে প্রশাসনিক ব্লকে নিয়ে যাই এবং নবজাতকসহ তাকে আটক করা হয়। 

সন্তানের বাবা আদর আলী জানান, বাচ্চাকে আমি যাদের কাছে দিতাম তাদের কোনো সন্তান নেই। তাদের সাথে আমার অতটা যোগাযোগও নেই। 

আপনি এক লাখ টাকায় বাচ্চাটি কেন বেঁচে দিচ্ছেন, এমন প্রশ্নের জবাবের তিনি কিছু বলতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, নিজের সন্তানকে অন্যত্র বিক্রি করার উদ্দেশে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় আমাদের লোকজন তাদের আটক করে। 

এ বিষয়ে আইনগত যে ব্যবস্থা নেওয়ার সেটি আমরা গ্রহণ করছি বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.