× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীন থেকে আসা ৪ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২২, ১০:২৩ এএম

ফাইল ছবি

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

চীন থেকে বাংলাদেশে আসা চার ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তারা সবাই চীনা নাগরিক।

তাহমিনা শিরিন বলেন, আজ বিকেলে শাহজালাল বিমানবন্দরে এ চারজনের করোনা শনাক্ত হয়। এরপর তাদের নমুনা নিয়ে আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল এখনও আমরা হাতে পাইনি। ফলে এরা ওমিক্রনের নতুন উপ-ধরনে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত নয়।

নমুনা পরীক্ষা করতে সময় লাগবে জানিয়ে শিরিন বলেন, পরীক্ষার ফল এলে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য সম্প্রতি চীনে হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যায়। সেখানে প্রতিদিন লাখ লাখ লোক করোনায় আক্রান্ত হচ্ছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। নতুন করে আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করে করোনার ক্ষতিকর ভ্যারিয়েন্ট ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট বা উপ-ধরন শনাক্ত হয়েছে। এটি খুব দ্রুত ছড়ায় এবং এতে মৃত্যুর আশঙ্কাও বেশি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.