× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাবি ছাত্র মনিরুল হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২৩, ০৭:০৫ এএম

দেড় যুগ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র মনিরুল ইসলাম হত্যার ঘটনায় করা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন মো. বাবু, মো. বাবুল, মো. তারিকুল ইসলাম, খায়রুল বাশার ও মো. সুমন।

একই মামলা থেকে খালাস পেয়েছেন আরও পাঁচজন। তাঁরা হলেন মো. সোহেল, মো. আলম, মো. আজাহারুল ইসলাম, মো. মামুন ও মো. উজ্জ্বল।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শওকত আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর ডেমরার বাসিন্দা মনিরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএর শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসা করতেন। আসামিদের চাঁদাবাজি ও অনিয়মের প্রতিবাদ করায় দণ্ডিত ব্যক্তিরা তাকে পূর্বপরিকল্পিতভাবে ২০০৪ সালের ২৬ জুলাই ডেমরায় হত্যা করেন।

এ ঘটনায় মনিরুলের মা লায়লা বেগম বাদী হয়ে ডেমরা থানায় খুনের মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ২৯ নভেম্বর ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এর দুই বছর পর আদালত ২০০৬ সালের ১২ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ থেকে আট সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.