× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মন্ত্রীর পদমর্যাদা পেলেন মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৩, ০৮:৫৮ এএম । আপডেটঃ ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:৩৪ এএম

গত ১৪ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে স্বীকৃতি দেন জাতীয় সংসদের স্পিকার।

আজ মন্ত্রীর পদমর্যাদা পেলেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। সাবেক মন্ত্রী ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে ১৪ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে মন্ত্রীর পদমর্যাদা ও অন্যান্য সুবিধা দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

আওয়ামী লীগ গত ১২ জানুয়ারি সংসদীয় দলের বৈঠকে মতিয়া চৌধুরীকে সংসদ ‍উপনেতা হিসেবে মনোনীত করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.