× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় ভোটার দিবস আজ

হালিম মোহাম্মদ

০২ মার্চ ২০২৩, ০৯:২৯ এএম

আজ ২ মার্চ (বৃহস্পতিবার) জাতীয় ভোটার দিবস। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে।

এ শ্লোগানে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় র‌্যালীসহ নানা কর্মসূচি নিয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে পঞ্চম জাতীয় ভোটার দিবস। এ কথা বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান।
তিনি বলেন, ভোটার দিবসে সারা দেশে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় নির্বাচন ভবনের সামনের চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার দিবস উদযাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বিকেল ৪টায় হবে আলোচনা সভা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে প্রধান অতিথি হিসেবে এবং নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভোটার দিবসে দক্ষতা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের তিনজন চৌকস কর্মকর্তাকে জাতীয় নির্বাচনী পদক দেওয়া হবে। এছাড়া কেন্দ্রীয় ভাবে এসব কর্মসূচি ছাড়াও সারা দেশে আঞ্চলিক, জেলা ও উপজেলা/থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়েও র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে।
২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.