× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ ২০২৩, ০৯:৫৬ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আবেদন পেলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

রোববার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে সরকারি মামলার ট্র্যাকিং সিস্টেম ‘সলট্র্যাক’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

আগামী ২৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারসাজা স্থগিতের মেয়াদ শেষ হবে। 

বিএনপির পক্ষ থেকে মেয়াদ বাড়ানোর কোনো আবেদন পেয়েছেন বা তাকে পুনরায় কারাগারে পাঠানোর পরিকল্পনা সরকারের আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমরা এখনো কোনো আবেদন পাইনি। আবেদন পেলে সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এতে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.