× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্রপতি আবদুল হামিদকে সংবাদ সারাবেলা’র সম্পাদকের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ ২০২৩, ০৯:৩৪ এএম । আপডেটঃ ১৩ মার্চ ২০২৩, ১০:৩৭ এএম

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান সংবাদ সারাবেলা সম্পাদক বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সম্মানজনকভাবে বিদায় নিচ্ছি এটাই আমার বড় পাওয়া। রাজনীতিবিদদের নিজ নিজ এলাকার প্রতি আকর্ষণ থাকা উচিত। তাহলে এলাকার কমবেশি উন্নয়ন হবে। আমার লেখা বইয়ে সত্য কথা বলেছি। সততার সাথে রাজনীতিও করেছি।

রাষ্ট্রপতি বলেন, আমার লেখা ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ গ্রন্থে আমি ১৯৭২ সালের ১০ জানুয়ারির পূর্বের প্রেক্ষাপট নিয়ে লিখেছি। রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নেয়ার পর আমি আরেকটি বই লিখব, যেখানে ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে বর্তমান সময়কাল পর্যন্ত ঘটনাপ্রবাহের বর্ণনা থাকবে।

মো. আবদুল হামিদ আরও বলেন, রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নেয়ার পর জনগণের অমর্যাদা  হয়, এমন কোনো কাজ আমি করব না।

তিনি আরও বলেন, রাজনীতি থেকে অবসর নিচ্ছি। কী করে সময় কাটাব এখন থেকেই ভাবছি সেকথা। তবে সাংবাদিকদের সাথে যোগাযোগ থাকবে।

ভবিষ্যতে মিঠামইনে সাংবাদিকদের গ্রুপ করে নিয়ে মাছ খাওয়ানোর কথাও জানান তিনি।

মতবিনিময়কালে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আবেদ খান, শাইখ সিরাজ, মনজুরুল আহসান বুলবুল, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, জয়-ই-মামুন, আশীষ সৈকত, নাফিজা দৌলা  প্রমুখ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.