× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হজ ফ্লাইটের ভাড়া নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিমান

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ ২০২৩, ১৪:৩৮ পিএম

হজ ব্যবস্থাপনা ও ভাড়া সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার বিকেল সাড়ে ৩টায় কুর্মিটোলায় বলাকা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে বক্তব্য রাখবেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম।

সংবাদ সম্মেলনের বিষয় সম্পর্কে বিস্তারিত না জানালেও বিমান সূত্রে জানা গেছে, সম্প্রতি হজের খরচ বৃদ্ধির পেছনে অনেকেই বিমানের সমালোচনা করেছেন। এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক-জনসংযোগ তাহেরা খন্দকার জানান, সংবাদ সম্মেলনে বিমান-এর  হজ ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীগণের সাথে মতবিনিময় করবেন এমডি। 

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ব্যয় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। এবার বিমানের হজ ফ্লাইট ভাড়া প্রায় ৪২ হাজার টাকার মতো বৃদ্ধি করে ১ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।



Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.