ঢাকা ও আশেপাশের পাসপোর্ট অফিসের পুনর্নির্ধারিত অধিক্ষেত্র সংশোধন করেছে সরকার। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য পাসপোর্ট অফিসগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ইতোমধ্যে জারি করা পরিপত্র আংশিক সংশোধন করা হয়েছে।
সম্প্রতি সংশোধিত পরিপত্রে ‘ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের (বনশ্রী)’ পরিবর্তে ‘ঢাকা পূর্ব পাসপোর্ট অফিস (আফতাবনগর)’ করা হয়েছে। নতুন করে আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আওতায় এসেছে রমনা, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল। আগে এ থানাগুলো ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের (বনশ্রী) অধীনে ছিল।
এছাড়া যাত্রাবাড়ী ও ডেমরা থানাকে কেরাণীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধীনে আনা হয়েছে। আগে এ দুটি থানা ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের (বনশ্রী) অধীনে ছিল। ভাটারা থানা উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আওতায় এসেছে। আগে ভাটারা থানাও ছিল ঢাকা পূর্ব পাসপোর্ট অফিসের (বনশ্রী) অধীনে।
সুরক্ষা সেবা বিভাগ (বহিরাগমন-৪) অতিরিক্ত সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, পাসপোর্ট সেবা দ্রুত ও সহজে দেওয়ার লক্ষ্যে নবসৃষ্ট দুটি অফিসসহ ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসসমূহের অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করে সুরক্ষা সেবা বিভাগ হতে ইতোপূর্বে জারি করা পরিপত্র আংশিক সংশোধনক্রমে (১) বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, আগারগাঁও, ঢাকা, (২) আঞ্চলিক পাসপোর্ট অফিস, কেরাণীগঞ্জ, (৩) আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা, (৪) পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর), (৫) পাসপোর্ট অফিস, ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর), (৬) পাসপোর্ট অফিস, ঢাকা সেনানিবাস এবং (৭) পাসপোর্ট অফিস, সচিবালয়ের অধিক্ষেত্রসমূহ পুনর্বিন্যাস করা হলো।
আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আওতায় থাকবে শেরে বাংলা নগর, মিরপুর, কাফরুল, রূপনগর, গুলশান, বনানী, শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান, রমনা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল (১২টি) থানা।
কেরাণীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অধীনে থাকবে শ্যামপুর, কদমতলী, কোতয়ালী, গেন্ডারিয়া, সূত্রাপুর, দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ মডেল, কেরাণীগঞ্জ দক্ষিণ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, বংশাল, ওয়ারী, ডেমরা ও যাত্রাবাড়ী (১৬টি) থানা।
আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরার আওতায় থাকবে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তর খান, দক্ষিণ খান, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, আশুলিয়া, পল্লবী, ভাষানটেক ও ভাটারা (১১টি) থানা।
আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর) এর অধীন থাকবে মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা ও হাতিরঝিল (০৯ টি) থানা।
আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এর অধীন থাকবে সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ, নিউ মার্কেট (৮টি) থানা।
ঢাকা সেনানিবাসের পাসপোর্ট অফিসের সেবা নিতে পারবেন ঢাকা ক্যান্টনমেন্ট থানার অধীনে বসবাসরত নাগরিকরা।
এছাড়া শুধুমাত্র সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যরা সচিবালয়ে অবস্থিত পাসপোর্ট অফিসের সেবা নেবেন।
© 2023 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh