× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় জঙ্গি সংগঠন, পোস্টারে সয়লাব রাজধানী

হালিম মোহাম্মদ

২০ মার্চ ২০২৩, ০৯:১৩ এএম । আপডেটঃ ২০ মার্চ ২০২৩, ১০:০৪ এএম

সম্প্রতি জঙ্গি সংগঠনগুলো ডিজিটাল পদ্ধতিতে তৎপরতা চালানো শুরু করেছে। সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের কর্মসূচি ও বিদ্রোহী শ্লোগান সমেত পোস্টার দেখা যাচ্ছে। এছাড়া অনলাইনেও তৎপরতা শুরু করেছে জঙ্গি সংগঠনগুলো। 

এ প্রতিবেদককে এমন ধারণার কথা বলেছেন কাউন্টার টেররিজমের কর্মকর্তা আসাদুজ্জামান। 

এদিকে আবারও অনলাইন সম্মেলন ডেকেছে জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর। এসংক্রান্তে নিষিদ্ধ এ সংগঠনের পোস্টারে এখন সয়লাব রাজধানীর অলিগলি। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বড় কোনো নাশকতার সক্ষমতা তাদের নেই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জঙ্গিদের এসব কার্যক্রমকে দেশের আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক। 

সরেজমিনে দেখা যায়, রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার সংলগ্ন যাত্রী ছাউনি। প্রতিদিন কয়েক হাজার যাত্রীর ওঠানামা করে থাকে। এই জনবহুল স্থানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন-হিযবুত তাহরীরের সারি সারি পোস্টার রয়েছে। পোস্টারিং করে অনলাইন সম্মেলনের দিন-তারিখ উল্লেখ করে প্রচারণায় নেমেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি। শুধু খিলগাঁও নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনষ্টিটিউটের সামনে যাত্রী ছাউনিতেও সাটানো রয়েছে হিজবুত তাহরীর পোষ্টার। এছাড়াও রাজধানীর একাধিক এলাকায় তাদের জমাজমাট প্রচারণা। নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের অভিলাষ সংবলিত বাক্যে ভরা এসব পোস্টার দিনের পর দিন টানানো থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়ছে না। 

২০০৯ সালে সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করলেও বারবার তাদের উপস্থিতি জানান দিতে তৎপর এ জঙ্গি সংগঠনটি। কথিত খিলাফত প্রতিষ্ঠায় কখনও মিছিল আবার কখনও ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করলেও তা বন্ধ করা যাচ্ছে না। আর আয়োজকরা চিহ্নিত হলেও এখনো ধরা-ছোঁয়ার বাইরে। এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সিরিজ অভিযানে কোণঠাসা জঙ্গিরা। তাই অস্তিত্ব জানান দিতে মরিয়া এসব সংগঠন পোস্টারিং বা বিচ্ছিন্ন প্রচারণা চালালেও বড় নাশকতার সক্ষমতা নেই তাদের।

এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান সংবাদ সারাবেলাকে বলেন, দেশের বাইরে বসে তারা মাঝেমধ্যে এমন সম্মেলন করে থাকেন। সেরকমই রুটিন কাজ হিসেবে সেটি হতে পারে। কিন্তু সেটা দিয়ে তাদের বড় ধরনের কোনো নাশকতা করার ক্ষমতা প্রমাণ পায় না।

তবে বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে হঠাৎ জঙ্গিদের তৎপরতা উদ্বেগের বিষয়। জঙ্গিরা ঘাপটি মেরে আছে, তাই আত্মতৃপ্তির ঢেঁকুর তুললে তারা নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে।

এ বিষয়ে অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক সংবাদ সারাবেলাকে বলেন,  বিষয়টি শুধু পোস্টারিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এমন ভাবনা যদি আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্য কেউ ভেবে থাকেন, তবে তা দুর্বল ভাবনা। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্য যে ইউনিটগুলো কাজ করছে, তাদের কারও চোখে পড়ল না যে, সবাইকে ঘুম পাড়িয়ে জঙ্গিরা পোস্টারিং করে চলে গেল!  

নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বিভাজনের সুযোগে জঙ্গিরা যেন ফায়দা লুটতে না পারে, সেজন্য রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় থাকার পরামর্শ বিশ্লেষকদের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.