× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোমেন

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:১১ পিএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে তাদের বৈঠক শুরু হয়।

বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সক্রিয় সমর্থন, রাশিয়া থেকে জ্বালানি ও খাদ্যশস্য আমদানি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রভৃতি ইস্যুতে আলোচনা হতে পারে।  

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে জাকার্তা থেকে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এক দিন অবস্থানের পর তিনি ঢাকা থেকে দিল্লি যাবেন।

গত বছরের নভেম্বরে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট- আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। তবে হঠাৎ করেই সেই সফর বাতিল হয়ে যায়। পরে পুনরায় এই সফর নির্ধারিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.