× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারা দেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৩, ১৩:৪৮ পিএম

বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টা হরতাল ঘিরে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারা দেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় টহল দিচ্ছে ২৮ প্লাটুন। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।

সোমবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় বলেন, ‘সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।’

সরকার পতনের একদফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর একে একে পাঁচ দফায় ১১ দিন অবরোধ করে বিএনপি ও মিত্র দল জামায়াত।  বিএনপির এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সমমনা দলগুলোও।

এর মধ্যে নির্বাচন কমিশন ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি।

দ্বাদশ জাতীয় নির্বাচনে আগে আগে এসব কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দফায় দফায় অবরোধে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে র‌্যাব এক বার্তায় জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে এ বাহিনীর ১৪৫টি টহল দল এবং সারাদেশে ৪২৫টি টইল দল মোতায়েন করা হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.