× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আদম তমিজীকে গ্রেফতার দেখাল ডিবি

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ এএম

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করেছে ডিবি।

রোববার (১০ ডিসেম্বর) ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদম তমিজী হককে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে শনিবার (৯ ডিসেম্বর) রাতে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আদম তমিজী যদি মানসিক রোগী হন, তাহলে তাকে রিহ্যাবে পাঠানো হবে। অন্যথায় তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ করে ফেসবুক লাইভে এসে আদম তমিজী হক বলা শুরু করলেন তার মা অর্ধেক ইসরায়েলি এবং তিনি ইসরায়েল সরকারকে আহ্বান করলেন তাকে উদ্ধার করার জন্য। আবার তিনি আমেরিকান মেরিন সেনাকে আহ্বান করেন তাকে উদ্ধার করতে, বাংলাদেশে তাকে আটকে রাখা হয়েছে।

তিনি বলেন, শুধু তাই নয়, তার বাংলাদেশি পাসপোর্টে তিনি আগুন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখাচ্ছেন। যে দেশে তার শিল্প কারখানা রয়েছে, তা দিয়ে তিনি চলেন, সেই দেশের পাসপোর্ট তিনি পুড়িয়ে ফেললেন।

ডিবি প্রধান বলেন, এছাড়া তিনি অসংখ্য বিয়ে করেছেন। তার স্ত্রীও অভিযোগ করেছেন। সবকিছু মিলিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মামলাও আছে। এরপরও আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব- কেন তিনি সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ও পাসপোর্ট পুড়িয়ে ফেলে আনন্দ উল্লাস করেছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.