× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাড়ে ৪ কেজি সোনাসহ এয়ারলাইনসের গাড়িচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ ২০২৪, ১৫:৫০ পিএম

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কেজি সোনাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের একজন বেসরকারি একটি এয়ারলাইনসের গাড়িচালক। 

শনিবার (১৬ মার্চ) বেলা তিনটার দিকে তাদের গ্রেফতার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বেসরকারি এয়ারলাইনসের গাড়িচালক মো. হেলাল (৫১) শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের প্রবেশপথ দিয়ে বের হন। পরে একজন সহযোগীসহ সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। এর মধ্যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে এপিবিএন জানতে পারে, তাদের কাছে সোনা আছে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন হেলালের পরিচিত কামাল হোসেনের (২৯) কাছ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা (বার) উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল জানিয়েছেন, হেলাল তার কাছে সোনা দিয়েছিলেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিলে ১০ হাজার টাকা পাওয়ার কথা ছিল তার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.