× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ ২০২৪, ১১:৪২ এএম

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। গতবারের মতো এবারও টিকেট কিনতে হচ্ছে অনলাইনে।

রোববার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট বিক্রির জন্য ছাড়া হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট বিক্রির জন্য অনলাইনে উন্মুক্ত করা হবে।

আগামী ১১ এপ্রিল ঈদ হবে ধরে নিয়ে এবারের ঈদযাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী রোববার টিকেট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল ট্রেন যাত্রার টিকেট। টিকেট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত, সেদিন বিক্রি হবে ৯ এপ্রিলের টিকেট।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে।

তবে আগাম টিকেট বিক্রির প্রথম দিন টিকেটের চাহিদা অন্য সময়ের চেয়ে কিছুটা কম দেখা গেছে। বেলা ৯টা পর্যন্ত কয়েকটি ট্রেনের কিছু আসন ফাঁকা ছিল। অন্য সময় টিকেট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই টিকেট শেষ হয়ে যায়।

কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারওয়ার বলেন, ‘ঈদের সম্ভাব্য তারিখ ১১ এপ্রিল। ঈদযাত্রায় ভিড় শুরু হবে ঈদের দুই-তিনদিন আগে থেকে। এছাড়া সরকারি ছুটির বিষয় আছে। সেজন্য হয়ত ৩ এপ্রিলের টিকেটের জন্য খুব বেশি চাহিদা নেই।’

গত ১৩ মার্চ রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী অগ্রিম টিকেট বিক্রির সূচি প্রকাশ করেন। রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সাহাদাত আলী সেদিন বলেন, চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে।

এবারও ঈদযাত্রার শতভাগ টিকেট বিক্রি হবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকেট সংগ্রহ করা যাবে। ফিরতি যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। ৯ এপ্রিল পর্যন্ত ফিরতি যাত্রার অগ্রিম টিকেট মিলবে।

এবার ঈদের আগে সারাদেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকেট বিক্রি হবে। ঈদ উপলক্ষে সারাদেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.