× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবান যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৪, ১১:৩৯ এএম

সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের পর বর্তমানে সেখানকার সার্বিক পরিস্থিতি দেখতে আজ বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার সকালে বান্দরবানের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। 

এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, ঢাকা থেকে হেলিকপ্টারে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় জেলার রুমা উপজেলায় উপস্থিত হবেন তিনি। পরে সেখান থেকে রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

বান্দরবানে গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরে একটি মতবিনিময়সভায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে বান্দরবানে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সশস্ত্র দুর্বৃত্তরা রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায়। এ সময় ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা। পর দিন বুধবার দুপুরে জেলার থানচি উপজেলার কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। 

সবশেষ গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.