× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৩ মে ২০২৪, ১৯:৪৬ পিএম

রাজধানীর মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে সিজার করতে গিয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ মে) মুসলিমা আক্তার নামের একজন নারী সিজার করতে আসলে দায়িত্বরত ডাক্তাররা অপারেশন থিয়েটারে ঢুকিয়ে সিজার করে বাচ্চা বের করতে গিয়ে নবজাতকের মাথা কেটে ফেলেন। যার কারণে অপারেশন থিয়েটারের কক্ষেই নবজাতকের মৃত্যু হয়।

নবজাতকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মুসলিমার খালা বলেন, গতকাল রাতেই মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের জরুরি বিভাগে আসলে রোগীর ব্যথা কমানোর রাতভর তাকে স্যালাইন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করেন। তারপর সকালে অপারেশন থিয়েটারে ঢুকানোর আনুমানিক ১ ঘণ্টা পর নবজাতকের মৃত দেহ আমাদের সামনে নিয়ে আসেন তখন আমরা দেখতে পাই যে নবজাতকের নাভিতে দড়ি পেঁচানো রয়েছে। 

মুসলিমার খালা এসময় আরও বলেন, দায়িত্বরত ডাক্তাররা নবজাতকের মৃতদেহ দাফন করতে বলেন।

এই বিষয়ে জানতে চাইলে নবজাতকের মা মুসলিমরা সাথে আসা আত্মীয়রা অভিযোগ করে বলেন, এখানে আসার পর থেকেই হাসপাতালের লোকজন আমাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকেন। তাদের গাফিলতির কারণে আমাদের বাচ্চা মারা গিয়েছে বলেন জানান তারা।

এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবজাতকের বাবা বলেন, আমার স্ত্রী কে সকাল আনুমানিক ১০ টার সময় অপারেশন থিয়েটারে ঢুকিয়ে প্রায় আধাঘন্টা পর নবজাতকের মৃত দেহ নিয়ে আসেন এবং ডাক্তাররা বলেন আপনাদের নবজাতক মারা গেছে।

এসময় নবজাতকের বাবা আরও বলেন, যখন আমার বাচ্চা কে অপারেশন থিয়েটার থেকে ডাক্তাররা নিয়ে আসেন তখন দেখি আমার বাচ্চার মাথায় কাটা- ছেড়া দাগ রয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ফুলা দাগ দেখতে পাই। গতকাল রাত থেকেই ডাক্তাররা আমাদের সাথে খারাপ আচরণ করেন এবং আমার বাচ্চা মারা যাওয়ার পর তাদের কাছে কাগজপত্র চাইলে তারা আমাদের কাগজপত্র দিচ্ছে না বলে জানান নবজাতকের  বাবা আলামিন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আব্দুল মান্নান বলেন, ডাক্তার দিলরুবার নেতৃত্বে এই সমস্যাটি সমাধান করা হয়েছে। 

নবজাতকের মৃত্যুর পর তারা বাবা অভিযোগ করেছেন যে হাসপাতালের ডাক্তাররা গাফিলতি করে তার বাচ্চাটি মেরে ফেলেছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিচালক আব্দুল মান্নান বলেন, যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে আমি বিষয়টি দেখবো।

এসময় আব্দুল মান্নান আরও বলেন, এই বিষয়ে আপনাদের আর কোন তথ্য জানার থাকলে আমি আগামীকাল আপনাদের সাথে বসে কথা বলবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.