প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও দুযোর্গ মোকাবিলার স্বার্থে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উপকূলীয় অঞ্চল সংলগ্ন ৫টি জোন (বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা ও ফরিদপুর) এর সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
রোববার (২৬ মে) বিকেলে বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মেস্তফা খান এর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয় ৷
এদিকে ঘূর্ণিঝড় ‘রেমাল’ দ্রুতগতিতে এগিয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। উপকূল থেকে মাত্র ২৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি। ইতোমধ্যে ঝড়ের অগ্রভাগের প্রভাবে পড়তে শুরু করেছে। সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে
রোববার (২৬ মে) সন্ধ্যা নাগাদ মোংলার কাছ দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূল এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঘূর্ণিঝড় ‘রেমাল’ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।
গতকাল শনিবার মধ্যরাত পর্যন্ত ঝড়ের বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার ছিল, যা সকালে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ বেড়ে এখন ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছিল, উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ আরও বেড়ে ঘণ্টায় ১৩২ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।