প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। ফলে সমুদ্রবন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার (২৭ মে) আবহাওয়ার ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনার কয়রায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে নয় নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আরও পড়ুন
ঘূর্ণিঝড় রেমাল: সারা দেশে নৌ চলাচল বন্ধ
চট্টগ্রাম এয়ারপোর্টে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ
ঘূর্ণিঝড় রেমাল: চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ
মোংলায় ৬০ যাত্রী নিয়ে নৌকাডুবি
সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় ‘রেমাল’: প্রস্তুত বরিশালের ৫৪১ আশ্রয়কেন্দ্র
উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ
মধ্যরাতে মহাবিপদ সংকেত জারি হতে পারে: ত্রাণ প্রতিমন্ত্রী
বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বন্দরে সতর্কতা
বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’, পাউবোর সতর্কবার্তা
ঘূর্ণিঝড় ‘রেমাল’ যেখানে আঘাত হানতে পারে