× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

০১ জুন ২০২৪, ২২:৫৮ পিএম

শুক্রবার বাংলাদেশ ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে। মানবন্ধনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহা: নূর আলম  বক্তব্য রাখেন। সাধারন সম্পাদক তাদের ৫ দফা দাবী সম্পর্কে বলেন

সরকারী কর্মচারীদের বৈষম্যহীন ৯ম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে এবং কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

আউট সোসিং ও ইডি প্রথা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। ডাক বিভাগের ইডি কর্মচারীসহ সকল আউট সোর্সিং কর্মচারীকে রাজস্বখাতে স্থানান্তর করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ২০১৫ সালে ঘোষণা অনুযায়ী সকল সরকারি কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে।

সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরে ১৭-২০ গ্রেডের কর্মচারিদের সিলেকশন গ্রেড প্রদান করতে হবে এবং অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে। কর্মরত কর্মচারীদের প্রতি ৫ ব্ছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।

পূর্বের ন্যায় শত ভাগ পেনশন উত্তোলনের সুযোগসহ গ্র্যাচুরিটির হার ১ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারন করতে হবে এবং ১৯৭৩ সালের বঙ্গবন্ধুর কর্তৃক ঘোষিত বেতন স্কেল এক হতে দশ গ্রেড পূর্ণ নির্ধারণ করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ রেল ডির্পামেন্টের ন্যায় ৪০% পোষ্য কোঠা সংক্ষণ করতে হবে। পুলিশের ন্যায় রেশন ব্যবস্থা চালু করতে হবে। নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সাথে সমন্বয় করতে হবে। বাড়ি ভাড়া ৮০%, চিকিৎসা ভাতা ৩০০০ টাকা, শিক্ষা ভ।তা ২০০০ টাকা, টিফিন ভাতা ১৫০০ টাকা, ধোলাই ভাতা ১০০০ টাকা করতে হবে।

মানববন্ধনে ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন এ সময় উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.