× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিডিউল বিপর্যয়ে ট্রেনের ঈদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

১২ জুন ২০২৪, ১২:০৩ পিএম । আপডেটঃ ১২ জুন ২০২৪, ১২:০৪ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রা। এবারও ঈদে ট্রেনে বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ঢাকা থেকে ট্রেনের শিডিউল ধরে রাখার পথে শুরুতেই কিছুটা ধাক্কা খেয়েছে রেলওয়ে। 

বুধবার (১২ জুন) থেকে শিডিউল বিপর্যয় নিয়ে শুরু হলো ট্রেনের এই ঈদযাত্রা।

দেখা যায়, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও কিশোরগঞ্জগামী এগারসিন্ধু দেড় থেকে দুইঘণ্টা বিলম্বে ছেড়ে গেছে। রংপুর এক্সপ্রেসও ছেড়ে যাচ্ছে বিলম্বে। রেল কতৃপক্ষ জানায়, পারাবতের কোচে সাময়িক সমস্যা হওয়ায় এ বিলম্ব।

কোরবানির ঈদে বাড়ি যাওয়ার জন্য যারা গত ২ জুন অগ্রিম টিকেট কেটেছিলেন, তারাই বুধবার ট্রেনে চেপেছেন। সকালে থেকেই ঢাকার কমলাপুর স্টেশনে ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়।

কিন্তু সিলেটের পারাবাত এক্সপ্রেস, কিশোরগঞ্জের এগারোসিন্ধুর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়তে দেরি করায় প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকতে হয়েছে যাত্রীদের।

সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ছাড়ার কথা সকাল সাড়ে ৬টায়, সেই ট্রেন ছেড়েছে সকাল সাড়ে ৮টায়।

এদিকে টিকিটের ভোগান্তি এড়াতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়াও আজ থেকে বিভিন্ন রোডে চলবে ১০ জোড়া (২০টি) ঈদ স্পেশাল ট্রেন। এছাড়াও সিডিউল বিপর্যয় এড়াতে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনায় বলা হয়, ঈদুল আজহায় চাঁদপুর ঈদ স্পেশাল (১, ২, ৩ ও ৪) চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৫ ও ৬) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৭ ও ৮) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; কক্সবাজার ঈদ স্পেশাল (৮ ও ৯) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরে ৭ দিন চলাচল করবে।

এছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল (১৫ ও ১৬) জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে আগামী ১৩-১৫ জুন (৩ দিন) ও ঈদের পরে ২১-২৩ জুন (৩ দিন) চলাচল করবে।

বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১৭ জুন। গত কয়েকবারের মত এবারো ঈদের আগাম ট্রেনের টিকেট বিক্রি হয়েছে অনলাইনে। ঈদ উপলক্ষে এবার বিভিন্ন রুটে ২০টি বিশেষ ট্রেন রাখা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.