× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদযাত্রায় ঢাকা ছাড়ছেন নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০২৪, ১১:২৫ এএম । আপডেটঃ ১৩ জুন ২০২৪, ১১:৩১ এএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছুটি কাটাতে এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে আজ থেকেই রাজধানী ঢাকা ছাড়ছে নগরবাসী। 

বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকেই রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়।

আজ শেষ কর্মদিবস হওয়ায় সকাল থেকেই পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে।

সকাল থেকেই টার্মিনাল এলাকায় লক্ষ্য করা যায় বাড়তি গাড়ির চাপ। কমলাপুর রেলওয়ে স্টেশনেও বেড়েছে অতিরিক্ত যাত্রীর চাপ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে না দেওয়ায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক।

ভোর থেকেই রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েদাবাদসহ সব বাস টার্মিনাল থেকে কিছুক্ষণ পরপরই ছেড়ে যাচ্ছে বাস। বিকেলে টার্মিনালে মানুষের চাপ আরও আরও বাড়ার আশা পরিবহন সংশ্লিষ্টদের।

চলতি বছরের ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (১৩ জুন)। ছুটি কাটিয়ে আগামী বুধবার (১৯ জুন) ঈদের পর অফিস করবেন তারা। 

এবার টানা পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি। 

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। 

এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

এদিকে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা, ঈদ ফিরতি যাত্রাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের প্রস্তুতি, কার্যক্রম ও আন্ত:দপ্তর নিবিড় সমন্বয়, ঈদপূর্ব সময়ে নিত্যপণ্যের সরবরাহ, মজুদ ও মূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে গত মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা’ অনুষ্ঠিত হয়। সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়।

আগামী ১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.