ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব জানান।
তিনি জানান, টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। যাত্রীদের কেউ হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আরাফাত ইসলাম বলেন, শুধু রেল নয়, নৌপথ ও সড়কপথেও মাঠে থাকবে বাহিনীর সদস্যরা। অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যদের ওপরেও র্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। এজন্য যাত্রীদেরও সর্তক থাকতে হবে বলে জানান তিনি।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। পারাবত এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেসসহ সবগুলো ট্রেনকে সময়মত প্লাটফর্ম ছাড়তে দেখা যায়।