× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই ২০২৪, ১১:৪৪ এএম

পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) অধিনায়ক (সিও) মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ।

বুধবার (১৭ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানার সামনে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা সুন্দরভাবে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা বিভিন্ন গলি থেকে এসে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আমরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছি। পরিস্থিতি আরও খারাপ হলেও আমাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা আছে।

তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত জনবল আছে। আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। জানমালের নিরাপত্তার স্বার্থে যেসব লোক রাস্তায় এসেছে তারা যেন রাস্তা ছেড়ে দেয়।

এদিকে যাত্রাবাড়ী এলাকায় রাতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার রাত ১০টা থেকে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এরপর হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়ক বন্ধ হয়ে যায়। কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দেয় আন্দোলনকরীরা। এর আগে যাত্রাবাড়ী থানায় হামলার ঘটনা ঘটে।

সকালেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ফলে কোনো ধরনের যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না এবং ঢাকায় ঢুকতে পারছে না। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.