× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাশকতা মামলায় র‌্যাবের হাতে গ্রেফতার ৩৩৪

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২৪, ১৪:২৪ পিএম

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত সারা দেশে ৩৩৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

এর মধ্যে ঢাকায় ৮৩ জন ও ঢাকার বাইরে ২৫১ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৯ জুলাই) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ছয়জন এবং ঢাকার বাইরে ২৪ জন।

তিনি আরও বলেন, নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে মোট ৩৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় ৮৩ জন ও ঢাকার বাইরে ২৫১ জনকে গ্রেফতার করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.